সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাউজানে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ নারীর মৃত্যু

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: রাউজানে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে নুর আয়েশা বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।তিনি রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফজুর পাড়া এলাকার মৃত মনু মিয়ার স্ত্রী। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়,গত শুক্রবার আগুন পোহাতে গিয়ে আয়েশা বেগমের পরনের কাপড়ে আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়