সংবাদের আলো ডেস্ক: বুলাওয়েতে চতুর্থ দিনেই ইতিহাস গড়ার ইঙ্গিত দিয়ে রেখেছিল আফগানিস্তান। অবশেষে সোমবার (৬ জানুয়ারি) পঞ্চম দিনে টেস্ট ক্রিকেটে প্রথমবার সিরিজ জয়ের ইতিহাসটি লিখেই ফেললো আফগানরা। বুলাওয়েতে জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে হাসমতউল্লাহ শাহিদির দল।আফগানরা জিতবে এমন ধারণা ছিল অনেকের। কিন্তু সফরকারীরা এতো সহজে ও তাড়াতাড়ি জিতেছে যে, সেটাই কিছুটা অবাক করেছে ক্রিকেটভক্তদের। পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য ৭৩ রান দূরে থেকে খেলা শুরু করে জিম্বাবুয়ে। হাতে ২ উইকেট। কিন্তু আফগানদের স্পিন আক্রমণের সামনে মাত্র ১৫ মিনিট টিকতে পারে জিম্বাবুইয়ানরা। কোনো রান যোগ না করেই হাতে থাকা ২ উইকেট সাত সকালেই আফগানদের দিয়ে আসে স্বাগতিকরা। জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার ছিল ২৭৮ রানের। কিন্তু ক্রেইগ আরভিনের দল আটকে গেছে আগের দিনে করা ২০৫ রানেই।শেষ দিনের দ্বিতীয় ওভারে ভুল বোঝাবুঝিতে স্ট্রাইকপ্রান্তে রানআউট হন রিচার্ড এনগারাবা (২৩ বলে ৩)। পরের ওভারেই আফগান স্পিনার রশিদ খানের বলে জিম্বাবুয়ের শেষ ভরসা আরভিন এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। এতেই শেষ হয় জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস। ফেরার আগে খেলেন ১০৩ বলে ৫৩ রানের ইনিংস। ৬৬ রানে ৭ উইকেট শিকার করেন রশিদ খান। ডানহাতি এই স্পিনারের টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার এটি। দুই ইনিংস মিলিয়ে এই টেস্টে ১১ উইকেট শিকার করেছেন রশিদ খান। ৬ টেস্টের ক্যারিয়ারে তৃতীয়বার তিনি ১০ উইকেটের দেখা পেলেন। আর ১১ উইকেটের দেখা পেলেন দ্বিতীয়বারের মতো। বুলাওয়ে টেস্ট নিয়ে সাদা পোশাকে চার ম্যাচ জিতলো আফগানিস্তান। এর আগে ভারতের দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে, চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ও আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে দীর্ঘ ফরম্যাটের ম্যাচ জিতেছিল আফগানরা। আগে ৩টি জয় পেলেও সিরিজ জয়ের ঘটনা এবারই প্রথম। আর জিম্বাবুয়ের বিপক্ষে এটি আফগানদের দ্বিতীয় টেস্ট জয়। সিরিজের ম্যাচটি ছিল হাই স্কোরিং। সেই টেস্ট ড্র হয়। রশিদ খানের হাতে ম্যাচসেরা ও রহমত শাহর হাতে উঠেছে সিরিজেসরার পুরস্কার।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.