বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে দ্বিতীয় দিনেও উত্তাল

সংবাদের আলো ডেস্ক: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। দ্বিতীয় দিনেও ঢাকা-পাবনা-সিরাজগঞ্জ মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মহাসড়ক অবরোধ করে দ্রুত ক্যাম্পাস নির্মাণের দাবীতে বিভিন্ন স্লোগান দেন।অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি আক্ষেপ করে বলেন, সরকার হয় ক্যাম্পাস নির্মাণে দ্রুত ব্যবস্থা করবেন না হলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিবেন।  আন্দোলনরত শিক্ষার্থী নওশিন মাইসা, শান্তা খাতুন, আবু সাইদ, রায়হান উদ্দিন জানান, ২০১৬ সালে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয়টি অনুমোদন হয়। ২০১৭ সালে চার স্থানে চারটি ভবন ভাড়া করে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করেন।  জমি থাকলেও ৮ বছর পার হলেও স্থায়ী ভবন নির্মাণ করা হয়নি। এতে ক্লাসরুম, সংকট, লাইব্রেরি সংকট ও  আবাসন সংকটে ভুগছে শিক্ষক-শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থী আয়েশ খাতুন জানান, ক্লাসরুম সংকটের কারণে দেখা যায় পরীক্ষা চলাকালে আমাদের সময়মতো ক্লাস হয় না। এ কারণে সেশন জট দেখা দিয়েছে।  শিক্ষার্থী সামিয়া আকতার জানান, আবাসন সংকট চরমে। বাইরে থাকার বাসা ভাড়া বেশি দিতে হচ্ছে। এছাড়াও সেফটি ছাড়া রাতে লাইব্রেরি পড়তে যেতে হয়।এতে বখাটেদের দ্বারা নানা রকম ইভটিজিং ও হয়রানির শিকার হতে হয়। ক্যাম্পাস থাকলে এসকল সমস্যা হতো না। তাদের দাবী সরকার বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হচ্ছে না। এবার দাবী সুরাহা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সমন্বয়ক নজরুল ইসলাম ও সহকারী প্রক্টর নুসরাত জাহান ছাত্রদের আন্দোলন যৌক্তিক উল্লেখ করে বলেন, ক্যাম্পাস না থাকায় শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকরাও নানা সমস্যায় ভুগছেন। ক্লাসরুম, শিক্ষকদের বসার ব্যবস্থা ও জ্ঞান চর্চার স্থান না থাকায় শিক্ষার্থীদের ঠিকমতো জ্ঞানদান করতে পারছে না। এছাড়াও খেলাধুলা ও ব্যায়াম না থাকায় সবারই সমস্যা হচ্ছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এস. এম. হাসান তালুকদার জানান, বিশ^বিদ্যালয়ের জন্য ২২৫ একর জায়গা বরাদ্দ রয়েছে। এর মধ্যে ১শ একর জমির উপর যখন-তখন ক্যাম্পাস নির্মাণ করা সম্ভব হয়। প্রথমে ক্যাম্পাসের জন্য ১ হাজার ২শ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছিল। সরকারের তরফ থেকে বারবার কমাতে বলায় শেষ পর্যন্ত ৬শ কোটি টাকার বাজেট দেয়া হয়েছে। বাজেট দেওয়া যাবে কিনা তা নিয়ে ২৮ জানুয়ারি বৈঠক হবে। অনুমোদন দিলে কাজ শুরু করা সম্ভব হয়। দীর্ঘ ৮ বছরেও ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় তিনি দু:খ প্রকাশ করে বলেন, এটি রবীন্দ্রনাথকে অপমান করা এবং শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি অবমাননা করা হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।  তিনি আক্ষেপ করে বলেন, সরকার হয় ক্যাম্পাস নির্মাণে দ্রুত ব্যবস্থা করবেন না হলে রবীন্দ্র বিশ^বিদ্যালয় বন্ধ করে দিবেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়