শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শুরু !

                            রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শুরু ! - সংবাদের আলো

সেলিম রেজা: ১৪ জুলাই (শুক্রবার) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সন্মান) শ্রেণির সংগীত বিভাগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০.০০টা থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সংগীত বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগে ভর্তির উদ্দেশ্যে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের আসেন।

একইসাথে বিপুল সংখ্যক সংগীতে পারদর্শী শিক্ষার্থীদের পদচারণায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পরীক্ষার্থী ও তাদের অবিভাবকদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, শিক্ষা ও সংস্কৃতির যোগসাধনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সৃজনশীল ও বাঙালি সংস্কৃতি মন্ডিত শিক্ষা ও গবেষণায় বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুদলতে বদ্ধ পরিকর।

উল্লেখ্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় মোট ২৯টি আসনের বিপরীতে ২৭০ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। দুইদিনব্যাপী এই পরীক্ষা ১৪ জুলাই সকাল ১০টায় শুরু হয়ে ১৫ জুলাই বিকাল ৫.০০টা পর্যন্ত চলবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----