মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

রঙিন শৈশব

                            রঙিন শৈশব - সংবাদের আলো

লেখক: শিপ্রা মন্ডল শিপা

পড়ালেখা ভালো লাগেনা
ভালো লাগে আঁকতে,
ভালো লাগে হাজার বছর
শিশুর মতো বাঁচতে।

ভালো লাগে দুপুর বেলা
রৌদ্র তাপে খেলতে,
ভালো লাগে নদীর বুকে
আছড়ে গিয়ে পরতে।

ভালো লাগে লুকোচুরি
ভালো লাগে গান,
ভালো লাগে মায়ের হাতের
খেতে মলা কান।

ভালো লাগে তালের বাঁশির
মিষ্টি মধুর সুর,
ভালো লাগে বাবার স্নেহ
ক্ষীর আর নলেন গুড়।

ভালো লাগে ধুলার মাঝে
করতে গড়াগড়ি,
ভালো লাগে কানামাছি
খেলনা মাটি হাঁড়ি।

ভালো লাগে নারকেল পাতার
চশমা,আংটি, ঘড়ি,
ভালো লাগে চরকি যে মোর
আকাশের ওই ঘুড়ি।

ভালো লাগে ঝুলতে আজও
গাছের ডালের সাথে,
আজও হারাই পিকনিকের ওই
শাক সবজির মাঝে।

ভালো লাগতে চড়তে ঝুলন
ভালো লাগে পাখি,
এমন ভাবে শৈশবটাকে
যত্ন করে রাখি।

ভালো লাগে পাটকাঠির ওই
ঝাঝলা ঝড়া বাঁশি,
ভালো লাগে স্কুলেরই
অভিনয়ের কাশি।

ভালো লাগে টিফিনতে
পালিয়ে যেতে ভাই,
কোথায় গেলে মিষ্টি এমন
দিন গুলোকে পাই?

ভালো লাগে পুতুল বিয়ে
বৃষ্টি ভেজা স্নান,
শৈশব আমার মধুর স্মৃতি
শৈশব আমার প্রান।

ইচ্ছে করে আবার আমি
শৈশবেতে ফিরি,
শৈশবেতেই হাজার বছর
থাকতে যেন পারি।

ভালো লাগে টিফিন বেলায়
হাজার রকম খেলা,
কেমন যেন কেটেই যেত
সারাটি দিন বেলা।

সময় এসে বন্ধু গুলো
সব হারিয়ে গেলো,
নিঠুর সময় জীবন থেকেই
শৈশব কেড়ে নিলো।

শৈশব টাকে খুব করে যে
মিস করি ভাই,
আবার আমি স্বপ্নে ঘেরা
রঙিন শৈশব চাই।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়