প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৩:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ১১:২৮ অপরাহ্ণ
রক্তাক্ত নিথর শরীর নিয়ে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে লাকী
বিশেষ প্রতিনিধি: প্রতিদিনের মতো কলেজে যাওয়ার জন্য কোনো রিক্সা কিংবা অটোর জন্য অপেক্ষা করত লাকী আক্তার (১৮)। রোববার সকালে যখন হাসপাতালে পৌঁছল, তখন তাঁর দেহ নিথর রক্তাক্ত। কলেজ শিক্ষক ও শত শত বন্ধু বান্ধবী তাঁকে এক নজর দেখতে ভিড় করেছে হাসপাতালে। প্রিয় বন্ধুর নিথর রক্তাক্ত শরীর দেখে কেউই চোখের পানি ধরে রাখতে পারেননি।
শিক্ষাথী লাকী আক্তার মদন হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেনির ছাত্রী ছিল। আজ তার নির্বাচনী একটি পরীক্ষায় অংশ গ্রহণ করার কথা ছিল। লাকী আক্তার উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বারগড়িয়া গ্রামের আব্দুল হাই তালুকদারের মেয়ে। পল্লী বিদ্যুৎ এর বেপরোয়া হেনট্রলির চাপায় লাকি আক্তার মারা যায়।
এ ঘটনায় হেনট্রলি চালককে আনারুলকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, দ্বাদশ শ্রেনির চলমান নির্বাচনী পরিক্ষায় অংশ নিতে সকালে বাড়ি থেকে বের হয় লাকি আক্তার। কলেজে আসার সময় সুজন বাজারে সহপাঠীদের জন্য অপেক্ষা করছিল।
এ সময় পল্লী বিদ্যুৎ এর পিলার পরিবহনকারী একটি হেনট্রলি ওই কলেজ শিক্ষার্থীকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ খবর লিখা পর্যন্ত মরদেহটি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।
মদন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম নাজমুল হাসান জানান, নেত্রকোনা জেলা সদর থেকে পিলার নিয়ে খালিয়াজুরী যাওয়ার পথে একটি গাড়ি দূর্ঘটনার শিকার হয়েছে। শুনেছি একজন কলেছ ছাত্রী মারা গেছে। বিষয়টি নিয়ে পুলিশ ও আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হচ্ছে।
মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: গিয়াস উদ্দিন জানান,লাকী আক্তারের মৃত্যুর সংবাদ শুনে আমরা আপাদত পরীক্ষা বন্ধ রেখেছি। অভিভাবক ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা পরবর্তী পদক্ষেপ নেব।
মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান,সড়ক দূর্ঘনায় লাকী আক্তার নামে এক কলেজ শিক্ষার্থী হেনট্রলির চাপায় মারা গেছে। আনারুল নামে এব চালককে ট্রলিসহ আটক করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.