প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৭:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৪, ৮:৪৪ অপরাহ্ণ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সংবাদের আলো ডেস্ক: রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এশিয়া ফাউন্ডেশনের অর্থায়ন এবং ৩৬০ ডিগ্রি স্বেচ্ছাসেবী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের বিষয় ছিলো ‘ধর্মীয় সম্প্রীতির মাধ্যমেই দেশের সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব’। সোমবার (২০ মে) বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কবি হায়াত মাহমুদ ভবনের অর্থনীতি বিভাগে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় কারমাইকেল কলেজ বির্তক পরিষদের প্রতিষ্ঠাতা ও ভূতপূর্ব অধ্যাপক (কারমাইকেল কলেজ) প্রফেসর মোঃ শাহআলম মডারেটরের দায়িত্ব পালন করেন। এ বিচারকের দায়িত্ব পালন করেন বেরোবির বিভাগীয় প্রধান অর্থনীতি বিভাগ, ডিন সামাজিক বিজ্ঞান অনুষদ প্রফেসর ড. মো: মোরশেদ হোসেন, সহকারি অধ্যপক ইতিহাস অভিলাষময় ইশোর, সিনিয়র পোজেক্ট অফিসার মাহামুদা শরিফা।
এ সময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ তাবিউর রহমান, বাংলার চোখের চেয়ারম্যান তানভীর হোসেন আশরাফী, প্রধান টেকনিকাল কোডিনেটর দি এশিয়া ফাউন্ডেশনের শামীমা আক্তার, সাজ্জাদ হোসেন খান, টিম ৩৬০ ডিগ্রি স্বেচ্ছাসেবী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সভাপতি মো: মিন্টু মিয়া। সহযোগিতায় ছিলেন আমিনুর রহমান, আরিফুল ইসলাম, মমতাজ বেগম, মযূরি আক্তার,
জবা রানি। বিতর্ক প্রতিযোগিতায় রংপুর সরকারি কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.