আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভুঞাপুরে একই দিকে যাওয়া দুইটি বাসের প্রতিযোগিতা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরের উপর পড়ে যায়। এতে এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০জন।
নিহত বৃদ্ধ আব্দুল হালিম (৫৫) কুঠিবয়ড়া গ্রামের বাসিন্দা। তিনি কুঠিবয়ড়া বাজার মোড়ের মনোহরি দোকানদার।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার কুঠিবয়ড়া বাজার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। ঘরের মালিক সোলায়মানের ছেলের বউ শারমিন আক্তার বলেন, ঘরে ঘুমিয়ে ছিলাম। মুহুর্তেই ব্যাপক শব্দ হয়। ভেবেছিলাম ঘরের উপর গাছ পড়েছে। কিন্তু পড়ে দেখি ঘরের উপর গাড়ি। এতে আমি আটকে পড়লে মানুষজন এসে উদ্ধার করে। শিশু সন্তানটা দুরে ছিল বিধায় দুর্ঘটনা হতে রক্ষা পেয়েছে। এছাড়া অপর পাশের ঘরে আমার শাশুড়ি ছিল সেই ঘরও ভেঙে সে আহত হয়েছে।
কুঠিবয়ড়া গ্রামের শাহীন জানান, দুর্ঘটনার সময় বৃষ্টি শুরু হয়। এসময় নিহত হালিম সড়কের মোড়ে থাকা ভ্যানটি পলিথিন দিয়ে ঢেকে দেয়ার সময় বাসটি তাকে চাপা দিয়ে ঘরের উপর পড়ে যায়। পরে স্থানীয়রা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে। এসময় প্রায় ১০জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী এসএস ট্রাভেলস ও ভাই ভাই পরিবহন নামের যাত্রীবাহি দুইটি বাস বেপরোয়া গতিতে আগে যাওয়ার প্রতিযোগিতা করে। হঠাৎ বাস দুটি কুঠিবয়ড়া বাজার মোড় পার হওয়ার সময় এসএস ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা পথচারীকে চাপা দিয়ে বসত ঘরের উপর পড়ে যায়। এতে ঘরে থাকা শাশুড়ি ও ছেলের বউ আহত হয়।
ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া কয়েকজন বাসের যাত্রী আহত হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.