যমুনার তীর রক্ষায় সাড়ে ৬শ কোটি টাকার প্রকল্পে আর দুর্নীতি হবে না – বিএনপি নেতা এম এ মুহিত
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ডা. এম এ মুহিত বলেছেন, ফ্যাসিষ্ট হাসিনার দোসররা সারা দেশে মেগা প্রকল্পের নামে লুটপাট করেছে। এ থেকে নদী ভাঙনে অসহায় মানুষের স্বপ্নও বাদ যায়নি। বুধবার দুপুরে এনায়েতপুর থানার দক্ষিণে ব্রাহ্মনগ্রাম থেকে হাট পাঁচিল পর্যন্ত যমুনার ডান তীর সংরক্ষণে নির্মানাধীন সাড়ে ৬শ কোটি টাকার প্রকল্প এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. মুহিত আরও বলেন, বিগত সরকারের আমলে সাড়ে ৬ কিলোমিটার নদী সংরক্ষণে যে কাজ গুলো হবার কথা ছিল তা সঠিক ভাবে হয়নি বলেই বন্যায় দফায় দফায় বিলীন হয়েছে কয়েকটি গ্রামের বহু বসত ভিটা ও গুরুত্বপূর্ণ স্থাপনা। সাবেক দুজন এমপি ও পানি সম্পদ মন্ত্রনালয়ের সাবেক সচিবের যোগসাজশে সরকারি অর্থ লুটপাট হয়েছে, এর যথাযথ বিচার দাবি করছি। একই সাথে অবৈধ বালু উত্তোলনকারীদের কেন প্রশ্রয় দেয়া হবে না। দ্রুত স্থায়ী বাঁধের কাজ পুনরায় সঠিক ভাবে শুরু হবে। এদিকে ভাঙন এলাকা পরিদর্শন উপলক্ষ্যে খুকনী ও জালালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এসময় এনায়েতপুর থানা বিএনপি’র সিনিয়র যুগ্নআহ্বায়ক রওশন আলী মন্টু সরকার, শাহজাদপুর উপজেলা বিএনপি’র সভাপতি ইকবল হাসান হিরু,সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, এনায়েতপুর থানা বিএনপির যুগ্নআহ্বায়ক আব্দুস সালাম, আবু সালেহ আহম্মেদ জামিল, খুকনী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী গোলাপ হোসেন ও সদস্য সচিব নজরুল ইসলাম, জালালপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এ্যাড. দুলাল, থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, থানা কৃষকদলের সাধারণ সম্পাদক সাংবাদিক মুক্তার হাসান, সাংবাদিক আল আমিন হোসেন,শাহজাদপুর উপজেলা কৃষকদলের সভাপতি আবুবকর রঞ্জু, সাধারণ সম্পাদক বাঘা প্রমুখ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।