মোবাইল ডেটায় চলছে না ফেসবুক-মেসেঞ্জার-টেলিগ্রাম
সংবাদের আলো ডেস্ক: মোবাইল ইন্টারনেট নেটওয়ার্কে আবার বন্ধ করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। একইসঙ্গে বন্ধ রয়েছে মেসেজিং অ্যাপ মেসেঞ্জার, টেলিগ্রাম-ও। প্রতিবেদন লেখা পর্যন্ত শুধু মোবাইল নেটওয়ার্কে ফেসবুক, মেসেঞ্জার ও টেলিগ্রাম বন্ধ করা হয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেট নেট পরিষেবা ব্যবহার করে ফেসবুক, মেসেঞ্জার ও টেলিগ্রাম চালানো যাচ্ছে।
একাধিক গ্রাহক অভিযোগ করেছেন, মোবাইল ডেটা ব্যবহার করে তারা বারবার চেষ্টা করেও ফেসবুক, মেসেঞ্জার ও টেলিগ্রাম ব্যবহার করতে পারছেন না।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, আজ শুক্রবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয়। পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে।
এর আগে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত ১৭ জুলাই রাত থেকে ৩১ জুলাই দুপুর পর্যন্ত মেটার সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। ৩১ জুলাই দুপুরের পর থেকে এসব প্ল্যাটফর্ম চালু করা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।