বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মেসি-সুয়ারেজের সঙ্গে আবার জুটির ইঙ্গিত নেইমারের

সংবাদের আলো ডেস্ক: ‘এমএসএন’— মেসি, সুয়ারেজ, নেইমার। ক্লাব ফুটবলে এই ত্রয়ী ছিল আতঙ্কের নাম। এই ত্রয়ী মাঠ মাতিয়েছেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে। তবে ত্রিফলা আক্রমণ ভাঙে রেকর্ড গড়া ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে নেইমার ২০১৭ সালে পিএসজিতে পাড়ি জমালে। নানা ঠিকানা বদলে মেসি-সুয়ারেজ আবারও এক হয়েছেন। মাঠ কাপাচ্ছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে মেসি সুয়ারেজের মেয়াদ রয়েছে ২০২৫ সাল পর্যন্ত। অন্যদিকে পিএসজি থেকে নেইমারের ঠিকানা এখন সৌদি ক্লাব আল-হিলালে। ক্লাবটির সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ রয়েছে চলতি বছরের জুন পর্যন্ত।এখনও নতুন চুক্তি স্বাক্ষরিত হয়নি নেইমার ও আল হিলালের মধ্যে। তাই ধারণা করা হচ্ছে, জুনের পর নতুন ঠিকানায় পাড়ি জমাবেন নেইমার। এমন পরিস্থিতিতে আবারও মেসি-সুয়ারেজের সাথে এক হওয়ার ইঙ্গিত দিয়েছেন সেলেসাও সুপারস্টার নেইমার।নেইমার বলেন, মেসি ও সুয়ারেজের সঙ্গে আবার খেলতে পারা অবশ্যই চমৎকার ব্যাপার হবে। তারা আমার বন্ধু। এখনও আমাদের মধ্যে কথা হয়। এই ত্রয়ীকে ফেরাতে পারলে দারুণ হবে। আমি আল হিলালে খুশি। সৌদি আরবে ভালোই লাগছে। কিন্তু কে জানে? ফুটবল তো বিস্ময়ে পরিপূর্ণ। পিএসজি ছেড়ে ৯ কোটি ইউরোয় আল হিলালে নাম লেখানো নেইমার নামের প্রতি সুবিচার করতে পারেননি। একের পর এক চোটে লম্বা সময় মাঠের বাইরেই থাকতে হয়েছে তাকে। তবে কেন সৌদি লিগে নাম লিখিয়েছিলেন সেই ব্যাখ্যাও দিয়েছেন এই ব্রাজিলিয়ান। নেইমার বলেন, আমার পিএসজি থেকে চলে আসার খবর বের হওয়ার সময়ই যুক্তরাষ্ট্রে দলবদলের বাজার বন্ধ ছিল। আমার কাছে সেই সুযোগ ছিল না। আল হিলাল যে প্রজেক্ট আমার সামনে তুলে ধরেছিল সেটাও খুব ভালো ছিল। শুধু আমার জন্য নয়, আমার পরিবারের জন্যও। তাই সৌদি আরবে যাওয়ার সিদ্ধান্তই ছিল আমার জন্য ভালো। ২০১৪ থেকে তিন বছর একসাথে খেলেছেন মেসি, নেইমার ও সুয়ারেজ। এই সময়ে তিন জন মিলে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন ৩৬৪ বার। আবারও এই ত্রয়ীর আক্রমণ দেখার প্রত্যাশায় ফুটবল ভক্তরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়