মেসির কাছে পরামর্শ চেয়েছেন তার নতুন কোচ
সংবাদের আলো ডেস্ক: ইন্টার মায়ামির নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই লিওনেল মেসির সঙ্গে পরামর্শ করেছেন হাভিয়ের মাশ্চেরানো। এই আর্জেন্টাইন কিংবদন্তি জানিয়েছেন, দল নিয়ে মেসির ভাবনা জানতে তাকে ফোন করেছিলেন মাশ্চেরানো।
লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি সম্প্রতি হাভিয়ের মাশ্চেরানোকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। তিন বছরের চুক্তিতে ক্লাবটির দায়িত্ব পেয়েছেন তিনি। এটি তার প্রথম সিনিয়র ম্যানেজমেন্ট পদ, যদিও এর আগে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-২৩ দলের কোচ ছিলেন। মায়ামিতে তিনি মেসি, সার্জিও বুসকেটস, জর্দি আলবা এবং লুইস সুয়ারেজের মতো সাবেক বার্সেলোনা সতীর্থদের সঙ্গে কাজ করবেন।
তিনি আরও বলেন আমাদের মধ্যে সতীর্থ থেকে কোচের সম্পর্কের এই পরিবর্তন কোনো কঠিন বিষয় নয়। আমি ২০১৮ সালে বার্সেলোনা ছেড়েছি, এর মধ্য দিয়ে অনেক সময় পেরিয়ে গেছে। আমরা পরিণত মানুষ এবং পেশাদার। আমি মনে করি, সহজভাবে ও স্বাভাবিকভাবে বিষয়গুলো করলে কাজ অনেক সহজ হয়ে যায়।’
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।