সংবাদের আলো ডেস্ক: মুলতান টেস্টে স্বাগতিক পাকিস্তানের প্রথম ইনিংসে করা ২৩০ রানের বিপরীতে ব্যাট করতে নেমে ১৩৭ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় সফরকারীরা। দলীয় ২১ রানে টপঅর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে রীতিমতো চাপে পড়ে ক্যারিবীয়রা। লুইস, কার্টি ও ব্র্যাথওয়েট— তিনজনকেই বিদায় করেন সাজিদ খান। সাজিদ খানের চতুর্থ শিকার হয়ে সাজঘরে ফেরেন কাভেম হজ। সাজিদ অধ্যায়ের পর সফরকারী শিবিরে ধারাবাহিক আঘাত হানেন নোমান আলী। পরের ৫টি উইকেট তুলে নেন একাই। একে একে বিদায় করেন জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাচ, আথানাজে, কেভিন সিনক্লেয়ার ও গুদাকেজকে।স্বাগতিকদের হয়ে শেষ উইকেটটি তুলে নেন আবরার আহমেদ। তিনি বিদায় করেন জেডেন সিলকে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৩১ রান আসে জোমেল ওয়ারিকানের ব্যাটে। দলের ছয় ব্যাটার প্যাভিলিয়নে ফেরেন এক অঙ্কের রানে। উল্লেখ্য, প্রথম ইনিংস শেষে ৯৩ রানে লিড নিয়েছে শান মাসুদের দল।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.