প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৪, ৫:৫৫ অপরাহ্ণ
মিয়ানমারে চালের দাম বেশি রাখায় গ্রেপ্তার ১১ জন
সংবাদের আলো ডেস্ক: বেশি দামে চাল বিক্রি করায় মিয়ানমারের জান্তা বাহিনী ১১ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একজন জাপানি নাগরিকও রয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে তারা বেশি দামে চাল বিক্রি করে আসছিল। খবর আল জাজিরা সোমবার (০১ জুলাই) মিয়ানমারের কর্মকর্তারা বলেন, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে চাল ব্যবসায়ী, মিলার ও খুচরা বিক্রেতা রয়েছেন। নির্ধারিত মূল্যের চেয়ে তারা ৭০ শতাংশের বেশি দামে চাল বিক্রি করছিল। ব্যবসায়ীরা বলছেন, মিয়ানমারে সম্প্রতি চালের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। ফলে সরকার অনুমোদিত দামে চাল বিক্রি করায় তাদের লোকসান হচ্ছে।
জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি জানান, মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন থেকে জিজ্ঞাসাবাদের জন্য এক জাপানি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। ২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চিরকে উৎখাত করা হয়। এর পর থেকে জান্তাবিরোধী সহিংস বিক্ষোভে উত্তাল রয়েছে পুরো মিয়ানমার। এই বিক্ষোভ রূপ নিয়েছে সশস্ত্র সংগ্রামে। বিক্ষোভ ও সংঘাতের জেরে মিয়ানমারে ৩০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সংকটে পড়েছে দেশটির অর্থনীতিও। গত মাসের শুরুর দিকে মিয়ানমারে সোনা ও বৈদেশিক মুদ্রার কারবারিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। আটক করা হয় ৩৫ জনকে। তাদের মধ্যে বিদেশে আবাসন কেনাবেচার এজেন্টও ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.