বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

মিশরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

সংবাদের আলো ডেস্কঃ১১তম ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিসরের কায়রোতে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এদনি প্রধান উপদেষ্টার প্রেস গণমাধ্যমকে উইং এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস উইং থেকে জানানো হয়,  ড. ইউনূসকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন মিশরের পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে প্রধান উপদেষ্টা তার সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকও করেছেন। এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। কায়রোতে ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও আরও একাধিক দেশের সরকার প্রধান এতে অংশ নিবেন বলে জানিয়েছেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।তিনি আরও জানান, কায়রোতে আয়োজিত ডি-৮ শীর্ষ সম্মেলনে এবারের প্রতিপাদ্য ‘ইনভেস্টিং ইন ইয়ুথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, শেপিং টুমরো’স ইকোনমি’। ১১তম ডি-৮ সম্মেলনটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করেছেন আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, আমাদের তরুণদের নিয়ে বৈশ্বিক সম্মেলনে কাজ করতে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সেখানে যাচ্ছেন। এসএমই ক্ষেত্রে বাংলাদেশকে কীভাবে কাজে লাগানো যায়, সেই বিষয়গুলো এখানে আলোচনা হবে। সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধান শেহবাজ শরিফের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়