মিরপুরে বাটা শো-রুমে ভয়াবহ অগ্নিকাণ্ড
সংবাদের আলো ডেস্ক: রাজধানীর মিরপুর ৬ নম্বরে প্রশিকা মোড়ে বাটা শোরুমের আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) মধ্যরাতের পর সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ১১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। জানা যায়, রোববার রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর মিরপুর–৬ নম্বরে জুতার ব্র্যান্ড বাটার একটি শোরুমে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ১২ টা ২ মিনিটে। এরপর মোট ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও ৩ টি ইউনিট। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটে চেষ্টায় রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, মিরপুর ফায়ার স্টেশনের ৩টি, কল্যাণপুর ফায়ার স্টেশনের ২টি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনি জানান, প্রচন্ড ধোঁয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়। শ্বাস নিতে কষ্ট হয়েছে ফায়ার ফাইটারদের। ভবনটির নীচ তলায় বাটা শোরুমের দোকান ও ওপরে দুটি রেস্টুরেন্ট রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।