প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৫, ৭:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৯, ২০২৫, ৯:২০ অপরাহ্ণ
মায়ের সাথে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু আলভী
রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: মায়ের সাথে বেড়াতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরেছে মো. আলভী নামে চার বছরের এক শিশু। রবিবার বিকালে আলভীর মরদেহ রাউজানের বাড়ীতে পৌঁছালে স্বজনসহ স্থানীয়দের আহাজারীতে ভারি হয়ে উঠে সেখানকার পরিবেশ।জানা যায়, গত শনিবার দুপুরে আলভীকে নিয়ে ফটিকছড়ি উপজেলায় দাওয়াতে গিয়েছিলেন শরীফা আকতার নামে এক গৃহবধু।
সেখানে সবাই যখন দুপুরের খাবার খাচ্ছিলেন তখন আলভী খেলছিল। এরপর নিখোঁজ হয়। পরে রবিবার দুপুরে ওই এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা,আলভী খেলতে খেলতে পুকুরে পড়ে গেছে।আলভী রাউজান পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের হেদায়ত আলী মুন্সির বাড়ির ওমান প্রবাসী মো. তসলিম উদ্দিনের ছেলে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.