মানুষের ওপর নির্যাতনের কারণে শেখ মুজিবের মৃত্যু হয়েছিল: দুলু
সংবাদের আলো ডেস্ক: মানুষের ওপর নির্যাতন-নিপীড়নের কারণেই ১৫ আগস্টে সপরিবারে প্রাণ হারাতে হয়েছিল শেখ মুজিবকে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নাটোরের ভাতুরিয়ায় শিরনি উৎসব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ কথা বলেন। রুহুল কুদ্দুস বলেন, জনগণের ওপর অন্যায়-অবিচারের পাশাপাশি মানুষদের গুম-খুনের কারণেই শেখ হাসিনার পতন ঘটেছে। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক যুগ্ম আহবায়ক দেওয়ান শাহীনসহ নেতাকর্মীরা।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।