প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৬:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ৯:০৯ অপরাহ্ণ
মাদক, ছিনতাই ডাকাতি রুখতে সবার সহযোগিতা প্রয়োজন: ডিআইজি রাজশাহী রেঞ্জ
উজ্জ্বল অধিকারী: রাজশাহী রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আলমগীর রহমান বলেছেন, বর্তমানে পুলিশের কার্যক্রমের স্থবিরতা অনেকটাই কেটে গেছে। পুলিশি কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। চুরি,ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় পুলিশ বর্তমানে অনেকটাই সজাগ অবস্থায় রয়েছে। এর জন্য সব দলের মানুষের সহযোগিতা প্রয়োজন। সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৫ পুলিশ হত্যার ঘটনায় মামলা হয়েছে এ ঘটনায় সুষ্ঠু তদন্ত হচ্ছে। এ ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুজ্জামানের সঞ্চলনায় এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান, শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.