বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মাওলানা সাদের অনুসারী জিয়া বিন কাসিম ২ দিনের রিমান্ডে

সংবাদের আলো ডেস্ক: গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে দুই গ্রুপের সংঘর্ষে হতাহতের ঘটনায় হত্যা মামলায় গ্রেফতার হওয়া তাবলীগ জামাতের মাওলানা সাদ কান্দলভির অনুসারী জিয়া বিন কাসিমের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ রায় দেন। এর আগে, দুপুরে কড়া পুলিশি নিরাপত্তায় জিয়া বিন কাসিমকে আদালতে তোলা হয়। আদালত সূত্রে জানা গেছে, ইজতেমা ময়দানে হত্যা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত জিয়া বিন কাসিমের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। টঙ্গীর ইজতেমা ময়দানে প্রবেশ ও নিয়ন্ত্রণ নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায়  জোবায়ের অনুসারীদের পক্ষে হত্যা মামলা দায়ের হয় টঙ্গী পশ্চিম থানায়। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকশ জনকে আসামি করা হয়। গত ১৯ ডিসেম্বর জোবায়ের অনুসারীর সাথী এস এম আলম হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ৬ নম্বর আসামি ছিলেন জিয়া বিন কাসিম। তাকে গত শনিবার সকালে চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে, ওই মামলার চার্জশিটভুক্ত অপর আসামি ইজতেমার সাদ অনুসারী মোয়াজ বিন নূরকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়