মহেশখালীতে প্রেমে বাঁধা দেয়ায় প্রেমিকার ভাইকে খুন
এদিকে ঘটনা জানাজানি হলে রাগে ফরিদ মিয়া ও তার ছেলে সাগরের নেতৃত্বে সিপাহী পাড়া ও আর্দশ গ্রাম থেকে ২০-৩০ জন অস্ত্রধারী সন্ত্রাসী এনে মেয়ের চাচা ফরিদুল আলমের বাড়িতে হামলা চালায়। পরে স্থানীয়রা এগিয়ে গেলে সন্ত্রাসীরা নুরুনবী, কালা বাশি, সাইফুল, ফরিদ, ইবরাহীম, মুকসুদ, নুর, তারেকসহ আরও কয়েকজনকে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত নুরুনবীকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন জানান, শফি আলমের মেয়ে ও সিপাহি পাড়ার সাগর নামে এক যুবক রাতে দেখা করতে আসলে তাদের স্থানীয়রা ধরে ফেলে। এর জেরে ছেলে, ছেলের বাবা ও স্বজনরা এসে হামলা চালিয়েছে শুনেছি। এ ঘটনা নুরুনবী নামে একজন নিহত ও আর কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।