সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

মহাসড়কে দীর্ঘ এলাকা জুরে থেমে থেমে যানজট,যাত্রী ভোগান্তি চরমে

                            মহাসড়কে দীর্ঘ এলাকা জুরে থেমে থেমে যানজট,যাত্রী ভোগান্তি চরমে - সংবাদের আলো

পুনম শাহরীয়ার ঋতু, গাজীপুরঃ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। থেমে থেমে হচ্ছে যানজটের সৃষ্টি। এদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা টু নবীনগর মহাসড়কে বাইপাইল,চন্দ্রা টু যমুনা সেতু ও চন্দ্রা টু কোনাবাড়ি পর্যন্ত ধীর গতিতে চলছে যানবাহন।

মহা সড়কের প্রায় ৩০ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে গতকাল দুপুরে শিল্প কারখানা গুলোতে ঈদের ছুটির পর থেকেই এই যানজটের সৃষ্টি। অপরদিকে উত্তর বঙ্গের প্রায় ২৬ টি জেলার প্রবেশদার মুখে চন্দ্রা ত্রিমোর। কাল থেকেই যানজট থাকার কারনে জনসাধারণের পায়ে হেটে চলতে দেখা গেছে।

চন্দ্রাস্থ এলাকায় এছাড়া কাংঙ্খিত যানবাহনের জন্য হাজার হাজার মানুষের উপচে পড় ভীর। এদিকে যানজটের কারণে সাধারণ যাত্রীরা পরেছে ভোগান্তিতে। তবে নিরাপত্তায় কর্মরত প্রশাসনের দাবি মহা সড়কে এবার যানবাহন বেশী থাকায় এই যানজটের সৃষ্টি। তবে আজ দুপুরের মধ্যেই যানজট কিছুটা শিথিল হয়ে যাবে বলে জানান সালনা হাইওয়ে থানার ইনচার্জ ফিরোজ হোসেন। তিনি আরো জানানা সব শিল্প কারখানা এক সাথে ছুটি হওয়ার কারণে এতোরা ভোগান্তি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়