মধ্যপ্রাচ্যের ২ ব্যাংক থেকে ১০০ কোটি ডলার ঋণ নিচ্ছে পাকিস্তান
সংবাদের আলো ডেস্ক: মধ্যপ্রাচ্যের দুইটি ব্যাংকের সঙ্গে ১০০ কোটি (১ বিলিয়ন) মার্কিন ডলারের ঋণের চুক্তি করেছে পাকিস্তান। এই ঋণের ওপর ছয় থেকে সাত শতাংশ হারে সুদ দিতে হবে। ঋণের শর্ত ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন দক্ষিণ এশিয়ার দেশটির অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব। দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠকের সাইডলাইনে দেয়া এক সাক্ষাৎকারে আওরঙ্গজেব বলেন, আমরা এখন দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছি। একটি দ্বিপাক্ষিক ঋণ এবং একটি বাণিজ্য (অর্থায়ন) সংক্রান্ত। তিনি জানান, এই ঋণ স্বল্পমেয়াদী। অর্থাৎ এক বছরের মধ্যে পরিশোধযোগ্য। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৭০০ কোটি বা ৭ বিলিয়ন ডলারের বেইল আউট ঋণ নেয় পাকিস্তান।তখন থেকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি উন্নত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। দেশের আর্থিক অবস্থা কতটা উন্নত হয়েছে, তার প্রথম পর্যালোচনা ফেব্রুয়ারির শেষ দিকে হওয়ার কথা রয়েছে। আওরঙ্গজেব বলেন, ফেব্রুয়ারির শেষ দিকে আমাদের এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটির (ইএফএফ) প্রথম আনুষ্ঠানিক পর্যালোচনা হবে। আমি মনে করি আমরা সেই পর্যালোচনার জন্য ভালো অবস্থানে রয়েছি। কাঠামোগত দুর্বলতার কারণে দীর্ঘমেয়াদি ব্যালান্স অব পেমেন্ট সমস্যার সম্মুখীন হয় এবং সমাধানের জন্য সময়ের প্রয়োজন হয় এমন দেশগুলোকে আর্থিক সহায়তা দিয়ে থাকে আইএমএফের এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ)।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।