বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মদন উপজেলার ক্ষুদে রাহিয়ান এবার দাবায়  সিলেট বিভাগের চ্যাম্পিয়ন !

                            মদন উপজেলার ক্ষুদে রাহিয়ান এবার দাবায়  সিলেট বিভাগের চ্যাম্পিয়ন ! - সংবাদের আলো
বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলার  ক্ষুদে  মুস্তাকিম  খান রাহিয়ান জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা -২০২২ ও ২০২৩ এর দাবা প্রতিযোগিতায় সুনামগঞ্জ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন  হওয়ার পর এবার সিলেট বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ।   মুস্তাকিম খান রাহিয়ান  সুনামগঞ্জের  বিয়াম ল্যাবরেটরি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।

রাহিয়ানের পিতা  মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সুনামগঞ্জের প্রথম শ্রেণির ঠিকাদার।। তার পিতা মাইদুল ইসলাম মামুন  মা প্রভাষক শাহিনা চৌধুরী রুবি।

মা প্রভাষক শাহিনা চৌধুরী রুবি বলেন, এমন সংবাদ শোনে আমার ও আমার পরিবারের সবার ভাল লাগছে। খুবই খুশীর খবর বলার অপেক্ষা রাখে না। আল্লার কাছে আমি অনেক শুকরিয়া আমার ছেলে আজ দাবায় বিভাাগীয় চ্যাম্পিয়ন। আমার ছেলে যেন মানুষের মত ৃমানুষ হতে পারে এমনটা প্রত্যাশা করছি।

পিতা মাইদুল ইসলাম খান বলেন,সুনামগঞ্জে মায়ের কর্ম থাকায় সেখানে সে বড় হয়েছে। রাহিয়ান ছেটকাল থেকেই মেধাবী।  আমার ছেলে এবার দাবায় বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। ছেলের জন্য সবার কাছে দেয়া চাই।  আমি আশা করছি আমার ছেলে জাতীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----