রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

মদনে সাংবাদিকদের নামে চাঁদাবাজির অভিযোগ প্রত্যাহার

                            মদনে সাংবাদিকদের নামে চাঁদাবাজির অভিযোগ প্রত্যাহার - সংবাদের আলো

বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার মদনে স্থানীয় সাংবাদিকদের নামে চাঁদাবাজির অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন মেসার্স বেলাল কন্সট্রাকশনের প্রতিনিধি আনোয়ার হেসেন। সোমবার রাতে  থানায় গিয়ে তিনি এ অভিযোগটি প্রত্যাহার করেন।

দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় গত ৬ এপ্রিল ‘চাওয়াই খননের মাটির কারণে দুর্ভোগ’ গত ২১ মার্চ দৈনিক কালের কন্ঠের অনলাইনে ‘চাওয়াই নদী খননে অনিয়মের অভিযোগ’২২ মার্চ প্রতিদিনের সংবাদ পত্রিকায় ‘পাড়েই থাকছে খননের মাটি বর্ষায় দুর্ঘটনার শঙ্কা’ ও ২৩ মার্চ দৈনিক সমকাল পত্রিকায় ‘খননে নদী হলো খাল’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এতে ক্ষিপ্ত হন মেসার্স বেলাল কন্সট্রাকশনের প্রতিনিধি আনোয়ার হেসেন। এর পর তিনি মদন উপজেলার ‘সমকাল’ প্রতিনিধি মোতাহার আলম চৌধুরী ও ‘প্রতিদিনের সংবাদ’ পত্রিকার প্রতিনিধি কে এইচ এম নূরুল আলম কামাল এর নাম উল্লেখসহ অজ্ঞতনামা আরো ৩ জনের বিরুদ্ধে মদন থানায় একটি চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি আনোয়ার হোসেন জানান, স্থানীয় সাংবাদিকদের সাথে ভুল বুঝাবুজির কারণে থানায় একটি অভিযোগ দায়ের কওে ছিলাম। সোমবার রাতে আমি অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছি।

মদন থানার ওসি মুহাম্মদ তাওহীদুর রহমান জানান, ঠিকাদার তার নিজ ভুল বুঝতে পেরে সাংবাদিকদের নামে অভিযোগটি সোমবার রাতে  প্রত্যাহার করে নিয়েছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়