মদন (নেত্রকোনা) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় নেত্রকোণার মদনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে শনিবার প্রত্যুষে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধের পাদদেশে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, প্রেসক্লাব,শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা এতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
ঐ দিন দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মসজিদ, মন্দিরে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত, এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন,বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, বিকালে উপজেলা পাবলিক হলের মুক্ত মঞ্চে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রর্দশন,সাংস্কৃতিক অনুষ্ঠান, করা হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.