মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে অগ্নিকান্ডে তিনটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাতে উপজেলার তিয়শ্রী ইউনিয়নে কাউয়ালি বিন্নী গ্রামে এ ঘটনা ঘটে।
দরিবিন্নী গ্রামের মাজু ভূঁইয়া জানান, সাইদুল ভূঁইয়ার বাংলা ঘরে গরুর মশা তাড়ানোর ধুয়া থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এতে মূহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে সাইদুলের বাংলা ঘর,পাশের আঙ্গুরা আক্তার ও আবু তালেব এর বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ধান ,চাল আসবাবপত্রসহ প্রায় ২৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। চার দিকে আগুল ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান জানান, আমি স্বরজমিনে সেখানে গিয়েছিলাম। তারা কিছুই ঘর থেকে বাহির করতে পারেনি। নগদ টাকা, ধান চাল আসবাবপত্রসহ সব কিছু পুড়ে যাওয়ায় পরিবার গুলো খুবই অসহায় হয়ে পড়েছে। আঙ্গুরার পরিবার খোলা আকাশের নীচে বাস করছে। বিষয়টি আমি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ইউএনও স্যারকে অবগত করেছি। আমার পরিষদ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।
এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল জানান, বিষয়টি আমি শোনেছি। তবে ক্ষতিগ্রস্থরা আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.