বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মদনের ছেলে রাহিয়ান সুনামগঞ্জ জেলায় দাবায় চ্যাম্পিয়ান !

                            মদনের ছেলে রাহিয়ান সুনামগঞ্জ জেলায় দাবায় চ্যাম্পিয়ান ! - সংবাদের আলো
বিশেষপ্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলার ছেলে মুস্তাকিম  খান রাহিয়ান জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা -২০২২ ও ২০২৩ এর দাবা প্রতিযোগিতায় সুনামগঞ্জ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হল । এবার সে সিলেট বিভাগীয় পর্যায়ে অংশ নেবে।   মুস্তাকিম খান আরিয়ান সুনামগঞ্জের  বিয়াম ল্যাবরেটরি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।

রাহিয়ানের পিতা  মদন উপজেলার গোবিন্দ শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সুনামগঞ্জের প্রথম শ্রেণির ঠিকাদার।। তার পিতা মাইদুল ইসলাম মা প্রভাষক শাহিনা চৌধুরী রুবি।

পিতা মাইদুল ইসলাম খান বলেন,সুনামগঞ্জে মায়ের কর্মথাকায় সেখানে সে বড় হয়েছে। আরিয়ান ছেটকাল থেকেই মেধাবী।  আমার ছেলের জন্য সবার কাছে দেয়া চাই। আমি আশা করছি আমার ছেলে মদন উপজেলার  গর্ব। এমনটাই প্রত্যাশা করছি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----