বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভূঞাপুর ‘ইউএনও’র সাথে সুধীজনদের মতবিনিময় সভা

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ পপি খাতুনের সাথে সুধীজন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুজন সুশাসনের জন্য নাগরিকের উপজেলা শাখার সভাপতি মির্জা মহীউদ্দীন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ পপি খাতুন। এ সময় উপস্থিত ছিলেন, সুজনের সহ-সভাপতি শাহ্ আলম প্রামাণিক, অধ্যাপক আখতার হোসেন খান, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান তরফদার, হাজী ইসমাইল খাঁ কারিগরি কলেজের অধ্যক্ষ আবদুস ছাত্তার খান বাবু, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ফরমান শেখ প্রমুখ।

এছাড়াও মতবিনিময় সভায় সুজন সুশাসনের জন্য নাগরিক, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়, যমুনাপাড়ের জনগণ, প্রতিভা ছাত্র ও যুব সংগঠন, ভূঞাপুর ব্লাড ব্যাংক, ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপ ও অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের টাঙ্গাইলসহ উপজেলা বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----