ভূঞাপুরে ১৪ লক্ষ টাকার গাইড বই কান্ড, তদন্ত কমিটি গঠন
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে গাইড বই বাজারজাতে মাদরাসা সমিতি মোটা অঙ্কের টাকার চুক্তির নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর উপজেলা প্রশাসন ঘটনা তদন্ত কমিটি গঠন করেছে। গত ৩০ ডিসেম্বর উপজেলা প্রশাসন উপজেলা সহকারি কমিশনারকে (ভূমি) মো তারিকুল ইসলামকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা নাজমুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাখাওয়াত হোসেন। এর আগে ভূঞাপুর উপজেলা মাদরাসা শিক্ষক সমিতি শিক্ষার্থীদের হাতে গাইড বই তুলে দিতে আল ফাতাহ পাবলিকেশন্সের নামের প্রকাশনীর সাথে চুক্তি করেন। চুক্তি অনুযায়ী গাইড বই কোম্পানীটি গত ১১ ডিসেম্বর ভূঞাপুর স্কাউট অফিসে মাদরাসা শিক্ষক সমিতির নেতাদের হাতে ১৪ লাখ টাকা তুলে দেয়। পরে সেই টাকা থেকে ৯ লাখ ৫০ হাজার টাকা সমিতির সোনালী ব্যাংকের হিসাব নম্বরে (৬০০৩০০২১৬৯৪০৭) জমা দেয়। এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম মনিরুজ্জামান বলেন, টাকা নেয়ার বিষয়টি আলোচিত হওয়া এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় উপজেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। গতকাল (মঙ্গলবার) চিঠি পেয়েছি। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কাজ চলমান রয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।