ভূঞাপুরে সহিংসতা রোধে মানববন্ধন
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় সুজনের (সুশাসনের জন্য নাগরিক) উদ্যোগে রবিবার (১১ আগস্ট) মানববন্ধন করা হয়।
দেশের চলমান অস্থিতিশিল পরিস্থিতি দূর, সহিংসতা, নাশকতা ও দুর্নিতি বন্ধ এবং সম্প্রীতি করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সুজন সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দীন আহমেদের সভাপতিত্বে ভূঞাপুর সরকারি প্রাথমকি বিদ্যালয়ের সামনে বেলা ১১ টায় ভূঞাপুর- তারাকান্দী আন্ত: জেলা মহাসড়কে মানববন্ধন করা হয়েছে।
বক্তব্য রাখেন, সুজন পৌরসভা সভাপতি আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, সাংবাদিক শাহ আলম প্রামাণিক, আব্দুর রাজ্জাক, অভিজিৎ ঘোষ, সন্তোষ কুমার দত্ত প্রমুখ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।