মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে শিক্ষক হত্যার প্রতিবাদে মানব বন্ধন ও স্মারক লিপি প্রদান

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে মাদরাসা শিক্ষক হত্যার প্রতিবাদে মাদরাসা শিক্ষক সমিতির উদ্যোগে সোমবার (১৯ ফেব্রুয়ারি) মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি আফসার আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। বক্তব্য রাখেন, অধ্যক্ষ আব্দুছ ছোবহান, সুপার আব্দুর রউফ তালুকদার, নূরুল হুদা, নার্গিস বেগম, শিক্ষক আতিকুর রহমান, শরিফুল ইসলাম, নূরুন্নবী, মাহবুব আলম, মাজহারুল ইসলাম প্রমুখ।

গত ১৫ ফেব্রুয়ারি উপজেলার সার পলশিয়া গ্রামে রাতে পরকিয়া প্রেম ও পাওনা টাকার জেরে পরকীয়া প্রেমিকা জাহানারা ওরফে জয়নব বেগম ও তার স্বামী শিক্ষক আব্দুল হককে খুন করে নিজ বাড়ির নিজ ঘরের সামনে পঁুতে রাখেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ভূঞাপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় শিক্ষককের স্ত্রী আয়েশা খাতুন বাদী হয়ে থানা এশটি হত্যা মামলা করেন। আসামীরা হলেন, পরকীয়া প্রেমিকা জাহানারা ওরফে জয়নব বেগম, তার স্বামী আব্দুল বারেক, প্রতিবেশি ছবুর ও জাকির।

মামলা সূত্রে জানা গেছে, শিক্ষক আব্দুল হক সুদ ব্যবসার পাটর্নার জাহানারা ওরফে জয়নবের কাছে টাকা চাইতে বাড়িতে যায়। পাওনা টাকা চাওয়া নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে তাকে হত্যা করে। পরে তার মরদেহ গুম করার জন্য জাহানারা ও বাকি আসামীরা বালু চাপা দেয়। পরে তাদের বাড়ির পাশ থেকে বালুর নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়