ভূঞাপুরে শহীদ জিয়া মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠান
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে শহীদ জিয়া মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠান সোমবার (৯ ডিসেম্বর) কলেজ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাদতের সভাপতিত্ব্বে প্রধান অতিথি ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন, গভর্ণিং বডির সদস্য ডাঃ ফরিদুজ্জামান খান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. গোলাম মোস্তফা মিয়া, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস। বক্তব্য রাখেন, বাজার বণিক সমিতির সভাপতি শাহজাহান কবির লিটন, চলচ্চিত্র অভিনেতা শিবা, ড. আলী রেজা, হাবিবুর রহমান ভূট্টো, অধ্যাপক জামাল উদ্দিন প্রমুখ।শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, দেশের প্রখ্যাত শিল্পী ডলি সায়ন্তনী।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।