ভূঞাপুরে লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার
আখতার হোসেন খান, ভুূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে সোমবার (২৮ অক্টোবর) লক্ষাধিক টাকার অবৈধ জাল উদ্ধার করা। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), সহকারী কমিনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার ভূঞাপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ ধরার জাল উদ্ধার করে। যার আনুমাণিক মূল্য এক লক্ষ টাকা।
এসময়ে উপস্থিত ছিলেন, মৎস কর্মকর্তা সদীফ ভট্টাচার্জ। ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ থাকায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার এই অভিযান পরিচালনা করেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।