ভূঞাপুরে যমুনা সেতু বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কার্যক্রম চালিয়েছে যমুনা সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। রবিবার (২০ অক্টোবর) উপজেলার যমুনা সেতু পূর্ব পাথাইলকান্দি বাজারে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে যমুনা সেতু পাথাইলকান্দি বাজার এলাকায় সেতুর জায়গা অবৈধভাবে দখল করে স্থানীয়রা বিভিন্ন ধরণের দোকানপাট বসিয়ে ব্যবসা করে আসছিল। এতে করে বাজার এলাকায় যানজট লেগে থাকতো। তাই যানজট নিরসনে যমুনা সেতু কর্তৃপক্ষ (বিবিএ) এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান। এরই অংশ হিসেবে যমুনা সেতু বাজার এলাকায় অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।