রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে যমুনা রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর ওপর প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু এবং সেতুর দুই পাড়ের নাম পরিবর্তন করে পরিপত্র জারি করেছে বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়। বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-৬ (রেল অপারেশন) শাখার সিনিয়র সহকারী সচিব তানজিনা শাহরীন স্বাক্ষরিত নং-৫৪.০০.০০০০.০৪১.১৮.০০৩.২২-২২৭ নং পত্রে এতথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নাম পরিবর্তন করে নাম রাখা হয় ‘যমুনা রেলসেতু’। সেতুর দুই পাড়ের নাম যমুনাসেতু পূর্ব এবং যমুনাসেতু পশ্চিম পরিবর্তন করে রাখা হয়, পূর্ব পাড়ের রেলওয়ে স্টেশনের নাম পূর্ব নাম প্রতিস্থাপন করে ইব্রাহিমাবাদ এবং পশ্চিম পাড়ের নাম করণ করা হয় ‘সয়দাবাদ’। উল্লেখ্য: উপমহাদেশের প্রথম মুসলিম প্রিন্সিপাল, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক প্রিন্সিপাল ইবরাহীম খাঁ-র নামানুসারে যমুনাসেতুর পূর্ব পাড়ের রেলওয়ে স্টেশনের নাম রাখা হয়ে ছিলো ‘ইব্রাহিমাবাদ স্টেশন’। প্রিন্সিপাল ইবরাহীম খাঁ-র নামাঙ্কিত করায় রেলওয়ে কর্র্ক্ষৃপক্ষকে ধন্য জানিয়ে নামের বানান- ‘ইবরাহীমাবাদ’ করার দাবী জানান সুধিমহল।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ