ভূঞাপুরে ম্মরণসভা অনুষ্ঠিত
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বামনহাটা দারুন্নাজাত মাদরাসার উদ্যোগে শনিবার (৭ সেপ্টেম্বর) মাদরাসার দাতা সদস্য সদ্য প্রয়াত সিরাজ উদ্দিন খানের স্মরণসভা অনুষ্ঠিত হয়। দারুন্নাজাত মাদরাসার সভাপতি কবি আবদুল হালীম খাঁ’র সভাপতিত্বে এবং সম্পাদক ইজ্ঞিনিয়ার শহিদুজ্জামান আকন্দের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি অধ্যাপক আলহাজ্ব আব্দুছ ছালাম খান। অতিথি ছিলেন, সাবেক কাউন্সিলর নবাব আলী খান, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার আমিনুল ইসলাম, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা ওমর আলী তালুকদার, অধ্যাপক আখতার হোসেন খান, আলহাজ্ব ফজলুর রহমান, আলহাজ্ব নূরুল ইসলাম, আলহাজ্ব বেলাল হোসেন, গোলাম মোস্তফা মিয়া। বক্তব্য রাখেন, লাল মাহমুদ আকন্দ, জালাল উদ্দিন, আরিফুজ্জামান খান, রমজান আলী শেখ, শাহেদ খান, আরজু আকন্দ প্রমুখ। সভার আয়োজন করা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।