শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভূঞাপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক বীর মুক্তিযোদ্ধা চাঁদ মিয়ার উদ্যোগে শনিবার (৪ জানুয়ারি) মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ উদ্বোধন করেন, অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক বীর মুক্তিযোদ্ধা আলহাজ চাঁদ মিয়া, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন। বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর চেয়ারম্যান অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক মন্ডল, ভূঞাপুর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা ফরমান আলী প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়