আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের দিয়ে রাস্তা-ঘাট এবং দোকানপাটে টাকা উত্তোলন করে ৮০ হাজার টাকায় গরু কিনে প্রীতিভোজের আয়োজন করেছে আসাদুজ্জামান খান দারুল উলুম মাদরাসার আয়োজকরা। এনিয়ে নানা মহলে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও আসাদুজ্জামান দারুল উলুম মাদরাসার উদ্যোগে গত ২০ ডিসেম্বর শুক্রবার ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৩৫তম ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এদিকে, উত্তোলনের টাকায় অতিথিদের ভুড়িভোজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। মুসুল্লিরা জানায়, মাদরাসার উন্নয়নের জন্য আমরা টাকা দেই। মাদরাসার ছাত্র ও শিক্ষকদের দিয়ে টাকা উত্তোলন করানো হয়। শুনেছি এবারও ৮০ হাজার টাকা দিয়ে গরু কিনে ভুড়িভোজের আয়োজন করেছে। মাহফিলের নামে টাকা উত্তোলন করে এভাবে গরু জবাই করে ভুড়িভোজের আয়োজন করার কোনো মানেই হয় না। মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান জানান, মাহফিলের অতিথিদের জন্য ৮০ হাজার টাকায় গরু কেনা হয়। সেখানে অতিথি ছাড়াও ছাত্রদের অভিভাবকরা ৪ থেকে ৫ জন করে লোক নিয়ে আসে। মাহফিলে মোট কত টাকা উঠেছে তা এখনো হিসাব করা হয়নি। তবে, গতবারের চেয়ে এবার টাকা কম উঠেছে। উল্লেখ্য, শীতের মৌসুম এলে উপজেলার অধিকাংশ মাহফিলগুলোতে কোমলমতি শিশু ছাত্র ও মাদরাসার শিক্ষকদের দিয়ে উন্নয়নের জন্য টাকা উত্তোলন করা হয়। এসব মাহফিলগুলো বেশিভাগই অতিথিদের দাওয়াতের নামে ভুড়িভোজ অনুষ্ঠান করে আয়োজকরা। এনিয়ে মুসুল্লিদের মাঝে চাপাক্ষোভ বিরাজ করছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.