ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য রবিবার ( ২ ফেব্রুয়ারি) রাতে অনুদান প্রদান করা হয়। উপজেলার বামনহাটা গ্রামের ফটিক মিয়ার ক্যান্সার আক্রান্ত ছেলে আব্দুর রাজ্জাকের চিকিৎসার জন্য 'খান বংশে'র ছাত্র-যুবক সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তারা নিজেদের উদ্যোগে ১৫ হাজার ২২০ টাকা ক্যান্সার আক্রান্ত রাজ্জাকের বাবার হাতে তুলে দেয়। এসময়ে উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি অধ্যাপক আখতার হোসেন, জিয়া খান, মাহবুবুর রহমান খান হৃদয়, আকাশ খান, মাহফুজুর রহমান, সায়েম রহমান প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.