বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে এমপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল-২ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুর ওপর ভূঞাপুরে সন্ত্রাসীদের হামলার অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ভূঞাপুরের দারোগ আলী সুপার মার্কেটের দোতলায় ডেল্টা লাইফ ইন্সুরেন্স অফিসে অবস্থান করছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য টাঙ্গাইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক), ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুর পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সাহিনুল ইসলাম তরফদার বাদল, খায়রুল ইসলাম বাবলুসহ বেশ কিছু নেতা কর্মী।

এসময়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে ইট পাথর ছুঁড়ে মারলে ডেল্টা লাইফ ইন্সুরেন্স অফিসের গ্লাস ভেঙে তাদের গায়ে লাগে বলে জানা যায়। ডেল্টা লাইফ ইন্সুরেন্সের কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, এমপি প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু নির্বাচনী জনসংযোগের জন্য ভূঞাপুরে আসেন। তিনি আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার জন্য ডেল্টা লাইফ ইন্সুরেন্সের অফিসে আসেন, তখন একদল সন্ত্রাসী আমার অফিস ও এমপি প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু ভাইকে লক্ষ্য করে ইট পাথর ছুঁড়ে মারে।

ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, বিভিন্ন ভাবে আমার নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্থ করা হচ্ছে। আজ আমার এবং আমার সফর সঙ্গীদের ওপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। এঘটনায় থানায় অভিযোগ করা হবে বলে তিনি জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়