জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষকদের ‘টিচিং-লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট : মেথডস অ্যান্ড টেকনিকস’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার(২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ডক্টর মো. আনোয়ারুল আজীম আখন্দ ওই কর্মশালার উদ্বোধন করেন।বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ১ম একাডেমিক ভবনের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালা পরিচালনা করেন, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ডক্টর মো. শফিকুল ইসলাম।আইকিউএসির অতিরিক্ত পরিচালক ডক্টর শাহ আদিল ইশতিয়াকের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ডক্টর মো. ইকবাল মাহমুদ, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ডক্টর মো. খাইরুল ইসলাম প্রমুখ। কর্মশালায় কোর্স সমন্বয়ক ছিলেন, আইকিউএসির পরিচালক প্রফেসর ডক্টর মো. মতিউর রহমান।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.