উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জ ও পাবনার গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে ভাষায় লিঙ্গীয় বৈষম্য বিষয় নিয়ে নারীপক্ষ সংগঠনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে দশটায় এস. এস রোডস্থ নর্থ টাউন রেস্তোরাঁয় প্রোগ্রাম ফর উইম্যান ডেভোলপমেন্ট ( পিডাব্লিউডি) সংস্থার সার্বিক সহযোগিতায় ও নারীপক্ষ আয়োজনে ভাষায় লিঙ্গীয় বৈষম্য দিনব্যাপী মতবিনিময় সভার শুভ উদ্বোধন করেন নারীপক্ষ সংগঠনের চেয়ারপারসন গীতা দাস। মতবিনিময় সভায় বক্তরা বলেন, সমাজে নারীরা নির্যাতিত হলে তারা সঠিক বিচার পায়না ।নারীরা সমাজে নানা ভাবে নির্যাতিত হয়।
তাই নারীকে সম-অধিকার ও সমমর্যাদায় প্রতিষ্ঠিত করতে নীতি ও আইন সংস্কার করতে হবে । নারী পুরুষের বৈষম্যমূলক আচার-আচারণ প্রথা প্রতিহত করতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিভিন্ন জাতিগোষ্ঠির নারী ও শিশুর ওপর সহিংসতা বন্ধ ও নিরাপদ নিশ্চিত করা হবে বলে জানান। এ সময়ে উপস্থিত ছিলেন পিডাব্লিউডি নির্বাহী পরিচালক হুসনে আরা জলি, নারীপক্ষ সংগঠনের নেত্রী কামরুন নাহার, ফেরদৌসী আখতারসহ পাবনা ও সিরাজগঞ্জের বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।