ভালোবাসলে বিয়ে করা উচিত নয়, বললেন নওয়াজ
সংবাদের আলো ডেস্ক: নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং তাঁর স্ত্রী আলিয়ার সম্পর্ক প্রায়শ শিরোনামে উঠে আসে। নানা উত্থান-পতনের পর দু’জনের মধ্যে আবার মিলও হয়েছে। এবার বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন নওয়াজউদ্দিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে তাকে প্রশ্ন করা হলে অকপটে বলে দেন যে, তিনি বিয়ে নামক বিষয়টির বিরোধী। নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেন, পরস্পরকে ভালোবাসে এমন দুজন মানুষের বিয়ে করা একেবারেই উচিত নয়। কারণ বিয়ে না করলেই ভালোবাসা অটুট থাকে। বিয়ের পর তাদের মধ্যে সব কিছু থাকলেও ধীরে ধীরে সেই ভালোবাসাটা মরে যায়। তিনি বলেন, আমার কথায় হয়তো ভুল বুঝতে পারেন মানুষ।
যদি দুজন মানুষ পরস্পরের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে থাকেন তাহলে বিয়ে করা ছাড়াও সেই ভালোবাসা দিব্যি বেঁচে থাকে। ইউটিউব চ্যানেলে রণবীর এলাহাবাদিয়ার সঙ্গে কথা বলার সময় নওয়াজউদ্দিন বলেন, ‘আমি বলতে চাই একরকম। কিন্তু, মানুষ সেটাকে ভুল ব্যাখ্যা করে। বিয়ে করা উচিত নয় নিয়েও বক্তব্য ঠিক একইরকম।’ নিজের মতামতের বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, ‘আমি শুধু বলতে চাই, বিয়ে করার প্রয়োজনটা কী? আপনি যদি প্রেমে পড়েন তবে বিয়ে করা ছাড়াও ভালোবাসাকে দিব্যি বাঁচিয়ে রাখতে পারেন।
বরং বিয়ে করলেই একটু গোলমাল হয়ে যায়। বিয়ের পর থেকে মানুষের সম্পর্কের সমীকরণ বদলে যায়। একে অপরকে অন্যভাবে নিতে শুরু করে।’ তখন এই দুজন দুজনকে গুরুত্ব দেয় না সেভাবে। তারপর তাদের গল্পে সন্তানেরা চলে আসে। পুরো ছবিটাই বদলে যায়। বাজরঙ্গি ভাইজান সিনেমার এই অভিনেতা বলেন, সমাজ আমাদের আজকের যুগে বিয়ে করার জন্য জোর দেয় না। এবং তাই বিয়ে ছাড়াও সুখী হতে পারি। তিনি আরও বলেন, ‘ আমরা মনে করি স্ত্রীদের মধ্যেই রয়েছে সব সুখের চাবিকাঠি।
কিন্তু তা হয় না। একটা সময়ের পর একমাত্র নিজেদের কাজ থেকেই আনন্দ পাওয়া যায়। উল্লেখ্য, প্রায়শই খবরের স্ত্রী আলিয়া সিদ্দিকীর সঙ্গে তার ব্যক্তিগত বিরোধ, সাংসারিক ঝামেলা জায়গা করে নিয়েছিল সংবাদমাধ্যমে। তার বিরুদ্ধে প্রকাশ্যে একাধিক অভিযোগ এনেছিলেন আলিয়া। পাল্টা জবাব দিয়েছিলেন নওয়াজও। খাদের ধারে পৌঁছে গিয়েছিল তাদের বৈবাহিক সম্পর্ক। তবে বিচ্ছেদ পর্যন্ত গড়ানোর আগে ফের এক ছাদের তলায় থাকতে শুরু করেছেন তারা। সম্প্রতি নিজেদের ১৪তম বিবাহবার্ষিকী একসঙ্গে পালন করেছেন তারা। সেই মুহূর্তের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন তারকার স্ত্রী।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।