সংবাদের আলো ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ এবং বৈধ নথি ছাড়া বসবাসের অভিযোগে ১৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস-বিরোধী স্কোয়াড (এটিএস) রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। এদের মধ্যে সাতজন পুরুষ ও ছয়জন নারী রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বৈধ নথিপত্র ছাড়াই ভারতে বসবাসের অভিযোগে এসব বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজ্যের থানে, নভি মুম্বাই এবং সোলাপুরে স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযান চালায় এটিএস।স্থানীয় কর্মকর্তারা বলেছেন, বেআইনি প্রবেশের সুযোগ রয়েছে সন্দেহজনক এমন নির্দিষ্ট কিছু রুট ও এলাকায় গত ২৪ ঘণ্টা তল্লাশি চালিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে তারা দেখেছেন, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা আধার কার্ডসহ জাল নথি ব্যবহার করে ভারতে প্রবেশ করেছিলেন। পুলিশ বলছে, ওই বাংলাদেশিরা ভারতের ফরেনার্স আইন-১৯৪৬, পাসপোর্ট (ভারতে প্রবেশ) আইন-১৯৫০ এবং পাসপোর্ট বিধি-১৯৬৭ লঙ্ঘন করেছে বলে প্রমাণ পাওয়া গেছে।মহারাষ্ট্র পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, আইনি ব্যবস্থাকে পাস কাটিয়ে জাল নথির অপব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এই ধরনের কর্মকাণ্ড ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। থানের স্থানীয় পুলিশ এই মামলার তদন্তের দায়িত্বে রয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.