ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কাজিপুরের ব্যবসায়ী রানা আহম্মেদ
স্টাফ রিপোর্টার: নিজেকে এবার কাজিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন সোনামুখী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রানা আহম্মেদ।তিনি মেসার্স মেহেনেতে ট্রেডিংয়ের চেয়ারম্যান।
দেশে ব্যবসার পাশাপাশি চায়নার সাথেও সম্প্রতি ব্যবসা শুরু করেছেন।চায়না থেকে বৈদ্যুতিক সরঞ্জামাদী আমদানী করছে তার প্রতিষ্ঠান। কাজিপুর উপজেলা যুবলীগের সদস্য রানা আহম্মেদ রবিবার সাংবাদিকদের নিকট উপজেলা পরিষদ নির্বাচনে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন।
তিনি বলেন, আশা কারি মামননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভোটের আমেজকে সবার বাড়িয়ে নিতে এবার জাতীয় সংসদ ইলেকশনের মতোই উপজেলা পরিষদ নির্বাচনেও নৌকা বনাম স্বতন্ত্র প্রার্থী রাখবেন। আর তেমনটি হলে অবশ্যই আমি ভাইস চেয়ারম্যান পড়ে লড়বো। কাজিপুর উন্নয়নের প্রবাদ পুরুষ প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম রাজনীতির প্রথম পাঠ দাবী করে রানা আরও বলেন, বর্তমান এমপি তানভীর শাকিল জয় ভাই আমাদের উন্নয়ন নেতৃত্বের পুরোভাগে রয়েছেন।
নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে তাঁর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের পথে চলার জন্যে সচেষ্ট হবো। আশা করি কাজিপুরের সর্বস্তরের জনগণ আমাকে ভাইস চেয়ারম্যান পদে বিবেচনা করবেন। আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।