ব্রাহ্মণবাড়িয়ায় তাকমীলে হাদিস সমাপনী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মো: কামরুল ইসলাম, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা থেকে তাকমীলে হাদিস (মাস্টার্স) পরীক্ষায় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে উত্তীর্ণ হওয়া নবীনগর উপজেলার শতাধিক নতুন আলেমদের বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় গ্রেন্ড এ মালেক কমিউনিটি সেন্টারে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও নবীনগর মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি সায়েদুল হক সাঈদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। মাওলানা শরিফ উদ্দিন আফতাবী সভায় সভাপতিত্ব করেন। এ সময় জামিয়া ইসলামীয়া ইউনুছিয়া মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা মাওলানা বোরহান উদ্দিন কাসেমীসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।