সংবাদের আলো ডেস্ক: ঠিকানা টিভি ডট প্রেসব্রাজিল ও আর্জেন্টিনা পাশাপাশি দেশ হলেও ফুটবল নিয়ে যেন তারা চিরপ্রতিদ্বন্ধী। সারা বিশ্বে দুই দেশের ভক্ত-অনুরাগীও অসংখ্য। তাদের প্রতিযোগিতা দেখার জন্য মুখিয়ে থাকে কোটি কোটি দর্শক। বাংলাদেশে যেদিন বিজয় দিবস, সেদিন ১৬ ডিসেম্বর মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। তবে ফুটবলে নয়, দুই দল মুখোমুখি হচ্ছে ক্রিকেটে। ছেলেদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে খেলবে দুই দল।
ম্যাচটি হবে আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের সেন্ট জর্জ কলেজ গ্রাউন্ডে, বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।' ফুটবলের দেশ ব্রাজিল আর আর্জেন্টিনায় যে ক্রিকেট খেলাও হয়, সেটাই তো অনেকের অজানা। ব্রাজিল পাঁচবার এবং আর্জেন্টিনা তিনবার ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু দুটি দেশই আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে। ছেলেদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে। উল্লেখ্য, এর আগে ক্রিকেটে একবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। ২০০৯ সালের সেই ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল ২৯ রানে।'
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.