উজ্জ্বল অধিকারী: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেলকুচি উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস্ ও প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল।
তিনি এক বার্তায় বলেন, আমি আমার বেলকুচি উপজেলার সকল মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, ‘ ঈদ মোবারক ‘। ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এই দিনটি আমাদের মুসলমানদের জন্য বড়ই আনন্দের এবং খুশির দিন।তিনি আরও বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক তাঁত সমৃদ্ধ এলাকা হিসেবে সুপরিচিত আমাদের স্বপ্নের শহর বেলকুচি উপজেলার প্রতিটি গ্রামে৷ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান কিংবা শহরবাসী মানুষ গুলো শিকড়ের টানে ফিরে আসেন বাড়িতে আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এদিনে সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ’বাংলাদেশ সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য।’ ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ,পারস্পরিক সহাবস্থান,পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক,বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদুর ফিতরে আমি এ প্রত্যাশা করি।’
ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের অভিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক,গড়ে উঠুক সমৃদ্ধ একটি সুন্দর ও আগামীর বেলকুচি উপজেলা এই প্রত্যাশা করি। তিনি উপজেলাবাসীর কাছে দোয়া কামনা করছেন। গত ৫ বছর যেভাবে মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করছেন এটি যেন আগামীতেও অব্যহত রাখতে পারেন তার জন্য সবার দোয়া চেয়েছেন ৷ তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আবারো চেয়ারম্যান পদে সকালের কাছে দোয়া ও সমথর্ন চেয়েছেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.