রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেলকুচি উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগষ্ট) বিকালে উপজেলা পরিষদ হল রুমে উক্ত বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া।

২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে উপজেলায় আয় দেখানো হয়েছে ২ কোটি ৯০ লাখ ১৯ হাজার টাকা, ব্যায় ধরা হয়েছে ৮৮ লাখ ৭৯ হাজার টাকা। উদ্বৃত্ত ২ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া এডিপি ও জায়কা থেকে আয় ধরা হয়েছে ২ কোটি ২ লাখ ৫১ হাজার টাকা এবং উদ্বৃত্ত থেকে ১ কোটি ৯২ লাখ টাকা সহ ব্যায় ধরা হয়েছে ৩ কোটি ৯৪ লাখ ৫১ হাজার টাকা।

বাজেট সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান ফারুক সরকার, উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: একেএম মোফাখখারুল ইসলাম, কৃষি কর্মকর্তা সুশান্ত ধর, সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বেলকুচি প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়